বাংলাদেশ অপরাধ দমন সংস্থা (BTES)

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা- আসক( CEHRLA)

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ

মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ, চেয়ারম্যান

বিসমিল্লাহির রাহমানির রাহিম

মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বাণী

প্রিয় দেশবাসী ও প্রিয় সহযোদ্ধাগণ,
আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা নিবেন।

বাংলাদেশ অপরাধ দমন সংস্থা (BTES) প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো— একটি ন্যায়ভিত্তিক, সুশাসিত ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে দুর্নীতি, মাদক, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধ, পরিবেশ দূষণ, সড়ক দুর্ঘটনা, খাদ্য ভেজাল ও সামাজিক বৈষম্যের মতো অপরাধগুলোর বিরুদ্ধে জনগণের অংশগ্রহণমূলক প্রতিরোধ গড়ে তোলা হবে।

আমরা বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষার মূল শক্তি জনগণের মধ্যেই নিহিত। তাই BTES সারা দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত “কমিউনিটি বিট পুলিশিং প্রোগ্রাম” বাস্তবায়নের মাধ্যমে জনগণ ও প্রশাসনের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করছে। এই প্রোগ্রামের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে সুশাসন, নিরাপত্তা ও অপরাধবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

BTES-এর অধীনে প্রতিষ্ঠিত ১৬টি বিশেষায়িত সেল— যেমন দুর্নীতি দমন সেল, নারী ও শিশু সুরক্ষা সেল, মাদকবিরোধী সেল, সাইবার ক্রাইম সেল, মানবপাচার প্রতিরোধ সেল, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সেল, পরিবেশ সুরক্ষা সেল, ট্রান্সজেন্ডার অধিকার সেল, প্রবীণ সুরক্ষা সেল, ক্যাম্পাস সচেতনতা সেল প্রভৃতি— সমাজের বিভিন্ন খাতে অপরাধ প্রতিরোধে নিরলসভাবে কাজ করবে।

আমি সারা দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আমাদের নিবেদিতপ্রাণ সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি—
আপনারা মানবতার পক্ষে, আইনের পক্ষে ও ন্যায়ের পথে অবিচল থাকুন।
প্রতিটি সদস্য যেন ন্যায়বোধ, দেশপ্রেম ও দায়িত্বশীলতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে অপরাধ প্রতিরোধের এক অগ্রণী ভূমিকা রাখেন।

আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি, তাহলে বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে— ইনশাআল্লাহ।

আমি সকল সদস্য, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের নিরলস প্রচেষ্টা ও ত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।

বাংলাদেশ অপরাধ দমন সংস্থা – জনগণের অপরাধ প্রতিরোধের শক্তি।

জয় হোক ন্যায়, জয় হোক মানবতার।

শুভেচ্ছান্তে______
কাজী মু.মাহমুদুল হাসান মাহমুদ।
চেয়ারম্যান
Bangladesh Transgression Enforcement Society (BTES)
বাংলাদেশ অপরাধ দমন সংস্থা (বিটিইএস)

Scroll to top